নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের যুব ও তরুণ সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজ দেশের তিনটি চ্যালেঞ্জ জঙ্গীবাদ, মাদক ও দূর্ণীতির মোকাবেলা করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এটা করা গেলেই ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ।
তিনি আজ নাটোরের লালপুরের গোপালপুর সুগারমিল হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ জননেতা মমতাজ উদ্দিনের ১৫তম স্মরণ সমাবেশে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাফ হোসেন ঝুলফুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, শহীদ মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ এমপিসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও কবরস্থান জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ