নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপপাড়া উপজেলার খিদ্র মালঞ্চি গ্রামের এক যুবক। ৪-৫ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েও ভালো হচ্ছেন না। বিষয়টি এক প্রতিবেশী ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমানকে অবহিত করেন। জনস্বার্থে তিনি ওই যুবকের সঙ্গে চিকিৎসার বিষয়ে কথা বলেন।
এরপর চেয়ারম্যান স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। কিন্তু জ্বর, সর্দি ও গলাব্যথার কথা শুনে কোনো রিকশা, অটোরিকশা কিংবা ভ্যানচালক তাকে নিয়ে হাসপাতালে যেতে রাজি হননি।
পরে স্বাস্থ্য কর্মকর্তাকে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে অথবা একজন চিকিৎসক পাঠিয়ে যুবকটির চিকিৎসার জন্য অনুরোধ করেন চেয়ারম্যান। কিন্তু এবারও তিনি যুবকটিকেই হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। ফলে যুবকটি এখনো চিকিৎসা পায়নি।
জ্বরে আক্রান্ত ওই যুবক জানান, তিনি সন্দেহভাজন কোনো ব্যক্তির সঙ্গে মেশেননি। অসুস্থতার পরে সামাজিক চক্ষু-লজ্জার কারণে তিনি বাড়ির বাইরে যাচ্ছেন না। স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। কিন্তু এখনো সুস্থ হননি। চিকিৎসা নেয়ার জন্য তিনি ও ইউপি চেয়ারম্যান বিভিন্ন রিকশা, অটোরিকশা ও ভ্যানচালককে অনুরোধ করলে কেউ তাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি। এ অবস্থায় তিনি হাসপাতালে যেতে পারছেন না।
বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানকে জানালে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করছি।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।