খবর ২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জরুরি চিঠি দিতে যাচ্ছেন নির্বাচন কমিশনকে। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের আহ্বান থাকছে এই চিঠিতে। কিছুক্ষণের মধ্যেই চিঠিটি নির্বাচন কমিশনের কাছে পৌঁছার কথা রয়েছে।
গণফোরাম নেতা আ হ ম শফিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
একই তথ্য জানিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, সে বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।