1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সালামন! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সালামন!

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ সেপটেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: বলিউডের ভাইজান তিনি৷ বি টাউনের ছাপ্পা ছাপ্পা খবর তাঁর কাছে থাকে৷ অথচ এত বড় বিতর্কের কিছু নাকি জানেনই না সলমন খান৷ সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তনুশ্রী দত্ত ও নানা পাটেকর বিতর্ক নিয়ে জানতে চাওয়া হয়েছিল৷ তারই জবাবে সালমান জানান, এ বিষয়ে তিনি কিছু জানেনই না৷ তাই কিছু মন্তব্য করতে পারবেন না৷

সম্প্রতি বলিউড তারকা তনুশ্রী দত্ত অভিযোগ তোলেন, একটি নাচের দৃশ্য শ্যুটিঙের সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন নানা পাটেকর৷ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় অহেতুক স্পর্শ করেন৷ নানা পাটেকরের মত পদ্মশ্রী অভিনেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ স্বভাবতই দ্বিধাভক্ত করে দিয়েছে বলিউডকেও৷

https://twitter.com/WeirdlyProbable/status/1045515384504209408

একদল তনুশ্রীর পাশে দাঁড়ালেও, খুব সাবধানে বিষয়টি পাশ কাটিয়ে গিয়েছেন এমন তারকাও কিন্তু নেহাত কম চোখে পড়ছে না৷ অমিতাভ বচ্চন যেমন জানিয়ে দিয়েছেন, না তিনি তনুশ্রী, না তিনি নানা পাটেকর৷ তাই এ নিয়ে তিনি কিছুই বলতে পারবে না৷ আবার সলমনের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি তো এমন ফেসিয়াল এক্সপ্রেশন দিলেন, যেন আকাশ থেকে পড়ছেন৷

শুধু তাই নয় যে সাংবাদিক এ প্রশ্ন করেছিলেন তাঁকে খানিকটা চমকেও দেন৷ বলেন, স্পোর্টস’র ইভেন্ট কভার করতে এসে যেন সে সংক্রান্ত প্রশ্নই করেন৷ সালমানের এ হেন আচরণে মোটেই খুশি নন নেটিজেন৷ টুইটারে সে ক্ষোভ উগরেও দিয়েছেন তাঁরা৷ কেউ বলছেন, ‘‘উনি তো কেবল ফুটপাতে শুয়ে থাকা মানুষ আর কৃষ্ণসার হরিণ নিয়েই খোঁজ খবর রাখেন৷’’ আবার কারও বক্রোক্তি, ‘‘ইনি তো নানা পাটেকরেরও বাবা৷ কী আর বলবেন৷’’

যদিও এই প্রথমবার নয়৷ এর আগেও হেনস্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়তে হয়েছে সালমানকে৷ তাঁর এই উড়ো মন্তব্যের জন্য বেগও কম পেতে হয় না৷ তবু তিনি ওয়ান অ্যান্ড ওনলি সলমন খান৷ সেই ‘দেমাকেই’ বোধহয় এমন বেফাঁস কথাবার্তা বলে ফেলেন৷

জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST