বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোট হতে হবে। যার বিকল্প এখন পর্যন্ত নেই। স্যাংশন ও মার্কিন ভিসা নীতির ওপর নির্ভর না করে আন্দোলনেই সরকার হঠাবে বিএনপি। রাজনৈতিকভাবে ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে এসেছে।
এবার এ সরকারকে টেনে নামাবে জনগণ। এ সরকার পতনে যা কিছু করা লাগে তাই করা হবে। সেই দিনটার অপেক্ষায় আছি আমরা।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না দাবি করে মির্জা ফখরুল বলেন, যেটার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পেয়েছি আমরা। সরকার হঠানোর আন্দোলনে বাধা আসলে লড়াই করা হবে।
নির্বাহী কর্তৃপক্ষ চাইলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে জানিয়ে ফখরুল বলেন, অথচ সম্পূর্ণ বেআইনিভাবে তাকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে সরকার। এর প্রতিকার দরকার।