জয়পুরহাট প্রতিনিধিঃ ঢাকার দক্ষিনখান থানার চালাবন মৌশাইল এলাকা থেকে অপহরন করে নিয়ে আসা সুমাইয়া নামের ৬ বছর বয়সী এক শিশুকে জয়পুরহাটের জিতারপুর হঠাৎপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশু অপহরনকারী নাসিমাকে আটক করেছে পুলিশ। অপহরনকারী নাসিমা জিতারপুর হঠাৎপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুল হক জানান, ঢাকার দক্ষিণ খান এলাকার চালাবন মৌশাইল এলাকার একটি বাসায় জয়পুরহাটের নাছিমা গৃহকর্মীর কাজ করতেন। এই সময়ে পার্শ্বের বাড়ীর সুমাইয়ার পিতা কাঁচামাল ব্যাবসায়ী আজিজুর রহমানের পরিবারের সাথে নাছিমার সখ্যতা গড়ে ওঠে। আর এরই সুবাদে নাসিমা শুক্রবার রাতে শিশু সুমাইয়াকে কৌশলে অপহরন করে জয়পুরহাটে নিয়ে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জয়পুরহাটের জিতারপুর হঠাৎপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরনকারী নাসিমাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ঢাকার দক্ষিণ খান থানায় অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ