খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিআরটিসির বাসসহ ১৫/২০টির মতো বাস ভাঙচুর করেছে।
এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর শনির আখড়ায় কয়েকশ’ শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
খবর ২৪ঘণ্টা/ নই