সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা উত্তরের নির্বাচন স্থগিত চেয়ে রিট

R khan
জানুয়ারি ১৬, ২০১৮ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ঘোষিত নির্বাচনী তফসিলের স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন রাজধানীর উত্তরের এক ভোটার। পরে রিটের প্রাথমিক শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করেছেন আদালত।

রাজধানী উত্তরের ভাটারা এলাকার ভোটার আতাউর রহমানের পক্ষে আজ (মঙ্গলবার) হাইকোর্ট এ রিট দায়ের করেন অ্যাডভোকেট আহসান হাবিব ভূইয়া। পরে এ বিষয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসান হাবিব। শুনানি শেষে আদালত আগামীকাল (বুধবার) এ বিষয়ে আদেশে জন্য দিন ধার্য করেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।