সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আনা হয়েছে করোনা আক্রান্ত সাংসদ আক্তারুজ্জামানকে

khobor
সেপ্টেম্বর ৭, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় ঢাকায় আনার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংসদের পারিবারিক সূত্র জানায়, আক্তারুজ্জামান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করার জন্য গত ৩ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। পরদিন শুক্রবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ তেমন নেই। চিকিৎসকদের পরামর্শে খুলনা নগরের টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকায় আনা হয় খুলনা-৬ আসনের এই সাংসদকে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।