1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঢাকার ওয়ারিতে যুবলীগের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ঢাকার ওয়ারিতে যুবলীগের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম: রাজধানী ঢাকার ওয়ারিতে যুবলীগের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ওয়ারির দক্ষিণ মৈশুন্ডিতে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে স্বজন ও নেতাকর্মীরা আহতদের ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

গুলিবিদ্ধরা হলেন- ৪১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩৫), একই ওয়ার্ডের ৩নং ইউনিট যুবলীগের সভাপতি মো. রবীন (৩২) এবং স্থানীয় যুবলীগের কর্মী মো. কাজল (৩৫)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান।

গুলিবিদ্ধ যুবলীগ নেতাদের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় যুবলীগ নেতাকর্মীরা একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত যুবলীগ নেতা জুয়েল ও রবীনকে লক্ষ্য করে গুলি করে। এসময় জুয়েলের বাম পায়ে এবং রবীনের ডান পায়ে গুলি লাগে।

জুয়েলের ভাই মো. সাজ্জাদ জানান, সন্ধ্যার পরে আমার ভাই, নেতাকর্মীদের নিয়ে চা-নাস্তা খাচ্ছিলেন। এসময় মুখোশধারী সন্ত্রাসীরা এসে গুলি করে। তবে হামলাকারীরা কে বা কারা তা জানাতে পারেননি তিনি।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST