স্পোর্টস ডেস্ক: বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি রাজশাহী কিংস। দারুণ ছন্দে থাকা প্রতিপক্ষকে ১৩৭ রানের লক্ষ্য বেধে দিয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৬ রান করে মেহেদী হাসান মিরাজের দল।
ওপেনিংয়ে নেমে আবারও ব্যর্থ মিরাজ। ১১টি বল খেলেও উইকেটে ঠিক মানিয়ে নিতে পারেননি তিনি। দলীয় ২ রানে আন্ড্রে রাসেলের বলে কাভার অঞ্চলে ধরা পড়েন কাইরন পোলার্ডের হাতে।
দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফিস ও মার্শাল আইয়ুবের ৭৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে বড় সংগ্রহের ভীত গড়ে রাজশাহী। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারেননি নিচের সারির ব্যাটসম্যানরা।
৭৭ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। সুনিল নারিনের রুবেল হোসেনের হাতে ক্যাচ দেন ২৭ বলে ২৫ রান করা নাফিস। দলীয় স্কোরে আর এক রান জমা পড়তেই উইকেট ছাড়া হন আইয়ুব। নারিনের বলে কট-বাহাইন্ড হওয়ার আগে ৩১ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। তার ইনিংসটিতে রয়েছে তিন চার ও দুই ছক্কা।
নারিনের আরেক শিকার রায়ান টেন ডেসকাট (১৬)। অন্যদের মধ্যে জাকির হাসান ২০ রান ও সিক্কুস প্রসন্ন দুই রান করেন।
ঢাকার বোলারদের মধ্যে ক্যারিবীয় স্পিনার নারিন ৩ উইকেট নিয়েছেন ১৯ রান খরচায়। একটি করে উইকেট নেন আন্ড্রে রাসেল, সাকিব আল হাসান ও আলিস আল ইসলাম।
খবর২৪ঘণ্টা, জেএন