1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ড্রোন, ঘুড়ি, খেলনা বিমান ওড়াতে অনুমতি নিতে হবে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ড্রোন, ঘুড়ি, খেলনা বিমান ওড়াতে অনুমতি নিতে হবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কনট্রোলড খেলনা বিমান এবং ঘুড়ি ওড়াতে ৪৫ দিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলে, কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কনট্রোলড খেলনা বিমান, ঘুড়ি (বিমানবন্দরের আশপাশে) ওড়াচ্ছেন।

এতে বলা হয়, এ সব অননুমোদিত উড্ডয়নের ফলে নিয়মিত উড্ডয়নকারী বিভিন্ন অনুমোদিত যাত্রীবাহী দেশি-বিদেশী বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ ধরনের অননুমোদিত উড্ডয়ন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি ঝুঁকি বলে বিবেচিত হচ্ছে এবং বাংলাদেশে বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলে, ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কনট্রোলড খেলনা বিমান ইত্যাদি ওড়ানোর কমপক্ষে ৪৫ দিন আগে বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কর্তৃপক্ষের ওয়েবসাইটে নির্ধারিত ফরম রয়েছে। ওই ফরম পূরণের পর লিখিত অনুমতি নিয়ে এগুলো ওড়াতে হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team