1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডোপ টেষ্টের জন্য পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে: রাজশাহীর নয়া এসপি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ডোপ টেষ্টের জন্য পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে: রাজশাহীর নয়া এসপি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ডোপ টেষ্টের জন্য মাদকাসক্ত পুলিশ সদস্যদের তালিকা তৈরি শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর নয়া পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় এ কথা জানান তিনি। পুলিশ সুপার মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আরো বলেন, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখেন। মাদক,

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী জেলা পুলিশ কাজ করবে। পুলিশের কোন সদস্যের মাদক এর সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। থানা হবে জনগণের সেবার প্রাণকেন্দ্র ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের কাছ থেকে টাকা নিলে ও তথ্য প্রমাণ পেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকবৃন্দকে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদসহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। তার আগে তাকে কক্সবাজার থেকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে ও রাজশাহীর পুলিশ সুপারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।

এস/কে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST