খবর২৪ঘণ্টা ডেস্ক: সম্পত্তির হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাউদ্দিন স্বপনের তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালকের বিচারক শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি মেজবাউদ্দিন স্বপন পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন।
অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় ২০১৪ সালের ২৮ আগস্ট মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে কমিশন থেকে সম্পদ বিবরণীর হিসাব চেয়ে নোটিশ করা হয়। কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল না করায় পরে মামলা করে দুদক।
খবর২৪ঘণ্টা.কম/জেএন