বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রাম পুলিশের সদস্যে বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পরই প্রতারক সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোহেল (২৮) ডিবি পুলিশ পরিচয় দিয়ে সে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকার কলেজ পড়-য়া এক ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। ভুয়া কাবিন নামায় বিয়ের কথা বলে কয়েক দিন বাজুবাঘা ইউনিয়ন পরিষদে ওই ছাত্রীর সাথে শারীরিক সর্ম্পক স্থাপন করেন।
পরে খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই ইউনিয়নের একজন চৌকিদার সে। সোমবার বিকেলে ভুক্তভোগী ওই কলেজপড়-য়া ছাত্রী বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মেয়ের নানী বলেন, এরকম তো একটা নয় অনেক মেয়ের সরনাশ করতে পারে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মামলার পর অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
বাঘা থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই