রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পোনে ৭টায় রাজপাড়া থানার লক্ষীপুর ঝাউতলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
গ্রেফতারকৃত আসামী হলো: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আলেক শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন(২৪) ও মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ মাসুদ রানা(৩০)।
অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ শাকিল হুদা জনি ও তার দল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএ/