৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
গ্রেফতারকৃত আসামী হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকার মৃত আকুল শেখ আবুলের ছেলে মোঃ জনি জন জীবন(৩৩) ও আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন(৫৫)।
অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার দল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।