1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির দাবিতে রাস্তা বন্ধ করে রাজশাহীতে অবস্থান কর্মসূচী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির দাবিতে রাস্তা বন্ধ করে রাজশাহীতে অবস্থান কর্মসূচী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমর্যাদার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মহানগরীর অন্যতম পয়েন্ট রেলগেটে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা গাড়ী রাস্তায় আটকে বিশাল যানজটের মধ্যে পড়ে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা। বিশেষ করে প্রচণ্ড গরমে ছোট শিশু নিয়ে যারা রাস্তার গাড়ীতে আটকে ছিলেন তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েন। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচী থেকে জানানো হয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করতে হবে। এই একটি দাবিতে রাজশাহী মহানগরীর সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিলে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে। এই কর্মসূচীতে নার্সিং ও মিডওয়াইফারির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অবস্থান কর্মসূচীতে আসা এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানতে হবে। আমাদের এই একটি হচ্ছে প্রাণের দাবি। শান্তিাপূর্ন কর্মসূচীতে হামলা চালানো হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে রেলগেটে জড়ো হন। অবস্থান কর্মসূচী থেকে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন তারা। তারা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এদিকে, পথচারীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কোনো দাবি থাকলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে আলোচনার মাধ্যমে করতে পারেন। এভাবে মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন চলতে পারে না। ভবিষ্যতে এ ধরণের কর্মসূচী দেওয়ার আগে তাদের আরো ভাবা উচিত।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST