1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে রামেবির এমবিবিএস শিক্ষার্থীরা : উপাচার্য - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে রামেবির এমবিবিএস শিক্ষার্থীরা : উপাচার্য

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ সেপটেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

মেডিকেল বিশ^বিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনানী মেডিকেল কলেজসমূহের শিক্ষার্থীরা ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে। চলতি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমবিবিএস, বিডিএস ও ইউনানী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে।’রোববার সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ে অধিভূক্ত সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনানী মেডিকেল কলেজসমূহের প্রতিনিধিদের এমবিবিএস, বিডিএস ও ইউনানী শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য এসব কথা বলেন।উপাচার্য বলেন, ‘এখন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, পরীক্ষার ফরমপূরণসহ অন্যান্য সকল কার্যক্রম

অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। আগে শিক্ষার্থীদের এসব কাজ ম্যানুয়ালী করা হতো।’ অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, কলেজ পরিদর্শক ডা. রাগীব আহসান, দিনাজপুর, মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান, রাজ আইটির চিফ কমার্সিয়াল অফিসার মারুফ আহমেদ ও চিফ এক্সিকিউটিভ অফিসার এএইচএম আকতারুজ্জামান মাসুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামেবির সেকশন অফিসার মোঃ জামাল উদ্দীন। উদ্বোধনী শেষে রামেবি অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করেন রাজ আইটি সলিউশন লিমিটেডের প্রশিক্ষকবৃন্দ।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST