1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পুঠিয়ার দুই সাংবাদিক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পুঠিয়ার দুই সাংবাদিক

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে সাংসদের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত রাজশাহী।

তারা হলেন নয়া দিগন্ত পত্রিকার পুঠিয়া সংবাদদাতা আরিফ সাদাত ও আজকের পত্রিকার পুঠিয়া প্রতিনিধি শাহ নেওয়াজ।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মামলাটি থেকে অব্যাহতির রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক জিয়াউর রহমান।

একটি সংবাদ প্রকাশের ঘটনায় পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ ডাক্তার মনসুর রহমানের দায়েরকৃত মামলায় (২০২১/৯) আসামি করা হয় সাবেক পুঠিয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক এইচ এম শাহ নেওয়াজ(দৈনিক আজকের পত্রিকা) ও আরিফ সাদাত(দৈনিক নয়া দিগন্ত)।
বাদী পক্ষের আইনজীবি ওসমান আলী বলেন, ৭জন স্বাক্ষ্মীর সাক্ষ্য গ্রহণ, শুনানি ও যুক্তিতর্কেন পর আদালতে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

যার কারণে তাদের এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

এ মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ইসমত আরা পিপি। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন।

এদিকে সাবেক মেয়রসহ দুইজন সংবাদিক অভিযোগ থেকে খালাস পাওয়ায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রাথী রবিউল ইসলাম বরি’র পরাজয় বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এইচ এম শাহনেওয়াজ ও আরিফ সাদাত। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ ডাক্তার মনসুর রহমান পুঠিয়া থানায় একটি জিডি করেন। জিডি তদন্ত শেষে সাইবার ক্রাইম ট্রাইবুনাল রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম চার্জশিট দাখিল করেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST