খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে পাঁচজন কর্মকর্তাকে বদলী বা পদায়ন করা হয়েছে।
বদলী বা পদায়নকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র পিওএম-পূর্ব বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দীন মোহাম্মদকে এ্যাডমিন-ট্রান্সপোর্ট এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার আছমা আরা জাহানকে ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার, পেট্রোল গুলশানের সহকারী পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামানকে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হারুন-অর-রশিদকে ট্রাফিক-তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার ও উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন সদর দফতর থেকে এক অফিস আদেশে এ বদলী বা পদায়ন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ