খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে আটজন কর্মকর্তাকে বদলী বা পদায়ন করা হয়েছে।
বদলী বা পদায়নকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ সামসুজ্জামানকে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদকে শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, ক্লোথিং স্টোরের সহকারী পুলিশ কমিশনার এস. এম. বজলুর রশিদকে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার ও ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন এর সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাসকে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী বা পদায়ন করা হয়।
এদিকে একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ এলিন চৌধুরীকে ট্রাফিক রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার, ট্রান্সপোর্টের অ্যাডমিন সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিককে ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মফিজুর রহমানকে আইএডি’র সহকারী পুলিশ কমিশনার ও ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিদুজ্জামানকে ট্রাফিক নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে। যা অবিলম্বে কার্যকরী হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ