খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে দুই জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
বদলীকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন– শেরেবাংলা নগর থানার অপারেশন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্দ আবুল কালাম আজাদকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুঃ আহাদ আলীকে শেরেবাংলা নগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলী করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলী করা হয়। যা অবিলম্বে কার্যকরী হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ