খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর জনতা হাউজিংয়ের পাশে ময়লা ফেলার স্থান থেকে এক নবজাতক কন্যাকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোর সারে ৫টার দিকে সিটি করপোরেশনের লোকজন ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতককে দেখতে পায়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ভোরবেলা সিটি করপোরেশনের লোকজন ময়লা পরিষ্কারর করতে এসে শিশুটিকে দেখতে পায়। তখনো শিশুটির শরীরে সদ্য জন্ম নেওয়ার সব লক্ষণ স্পষ্ট ছিল। আর শরীরে কোনো কাপড় ছিল না।
এরপর থানা পুলিশ গিয়ে ওই শিশুটি উদ্ধার করে। শিশুটি চিকিৎসার জন্য মোহাম্মদপুর আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসারর জন্য দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি জানান, শিশুটির ওজন সাড়ে ৩ কেজি । তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তবে তার চিকিৎসা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ