খবর২৪ঘণ্টা খেলা ডেস্ক: সাপ-লুডোর অঙ্ক কষার সময়ে কোচের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা থেকে সরে আসছেন না ফুটবলাররা। ফুটবলাররা যে কোচের উপরে ক্ষিপ্ত, তা জানানো হয়েছিল আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনকে।
লেনিনের দেশে এবার বিপ্লব! ফুটবল মহোৎসবে খেলতে এসে বিদ্রোহী এবার ফুটবলাররা। আর্জেন্তিনা শিবিরে ধুন্ধুমার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর এমনিতেই কোচের বিরুদ্ধে ফুটবলাররা প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করেছিলেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই বিদ্রোহের আগুন ধিকিধিকি জ্বলার পরিবর্তে সর্বগ্রাসী চেহারা নিয়েছে।
বিশ্রী হারের পরের দিনই নাইজেরিয়া জোড়া গোলে আইসল্যান্ডকে হারানোয় লাইফলাইন পেয়েছেন মেসিরা। তবে পরিস্থিতি তাতে একটুও বদলায়নি। শেষ ম্যাচে নাইজেরিয়াকে মেসিরা যদি হারায়, তা সত্ত্বেও অন্য ম্যাচে আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
তবে এমনই সাপ-লুডোর অঙ্ক কষার সময়ে কোচের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা থেকে সরে আসছেন না ফুটবলাররা। ফুটবলাররা যে কোচের উপরে ক্ষিপ্ত, তা জানানো হয়েছিল আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনকে। শুক্রবারেই জরুরি ভিত্তিতে টিম হোটেলে ফুটবলাররা একত্রিত হয়েছিলেন। সেখানেই ফুটবলাররা কোচ সাম্পাওলি, ফেডারেশন বস ক্লডিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন।
জানা গিয়েছে, জেভিয়ের মাসচেরানো গোটা দলকে বিদ্রোহে নেতৃত্ব দেন। মাসচেরানো এমনকী এক ধাপ এগিয়ে নাইজেরিয়া ম্যাচের আগেই নতুন কোচ আনার কথা বলেন। সূত্রের খবর, ফুটবলাররা চেয়েছেন, সাম্পাওলিকে সরিয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক জর্জে বুরুচাগাকে দায়িত্বে আনা হোক। বর্তমানে জাতীয় দলেরই ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনি।
মারাদোনা-বুরুচাগার সতীর্থ রিকার্ডো গিউসতি ব্রিটেনের এক ট্যাবলয়েডকে জানান, ‘‘ফুটবলাররা নিজেরাই কোচের দায়িত্ব পালন করতে পারবেন, এমনটা জানিয়েছেন বস তাপিয়াকে। তাঁরা জানান, সাম্পাওলি চাইলে কোচের চেয়ারে বসতে পারেন। কিন্তু দল গড়বেন ফুটবলাররাই।’’
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দল গঠন নিয়েই বিক্ষুব্ধ ফুটবলাররা। তবে কোচের বিরুদ্ধে শুধুমাত্র ক্ষোভ প্রকাশ করাই নয়, ফুটবলাররা নিজেদের মধ্যেও ঝামেলায় জড়িয়েছেন দুঃস্বপ্নের ক্রোয়েশিয়া ম্যাচের পরে। ড্রেসিংরুমে ফিরেই মাসচেরানো গোলকিপার উইলি কাবায়েরোর উপরে চড়াও হন। অকথ্য গালিগালাজ করতে থাকেন তাঁর ভুলের জন্য। এমন সময়েই নাকি তরুণ ফুটবলার ক্রিশ্চিয়ান প্যাভন এগিয়ে এসে মাসচেরানোকে থামাতে যান। তখন প্যাভনকে ‘বাচ্ছা ছেলে’ বলে বসেন বার্সেলোনায় মেসির সতীর্থ ডিফেন্ডার। তারপরেই নিজেদের মধ্যেই ঝামেলায় জড়ান প্যাভন ও মাসচেরানো।
এমন অবস্থায় আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোচ সাম্পাওলিকে বলে দেওয়া হয়েছে, বিশ্বকাপে তিনি কোচের চেয়ারে থাকতে পারেন। তবে টুর্নামেন্টের পরেই সরে দাঁড়াতে হবে তাঁকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ