স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এমন অবস্থায় করোনা সংক্রমণ মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়েই মানবসেবা করে যাচ্ছেন ডাক্তার-নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে বলেন, করোনাভাইরাস থেকে আমাদের নিরাপদ রাখতে নিজের পরিবার থেকে দূরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন অনেক স্বাস্থ্যকর্মী। সকলকে আন্তরিক ধন্যবাদ।’
করোনাভাইরাসের ফলে বর্তমানে থমকে গেছে সবকিছু। স্থগিত হয়ে আছে ক্রীড়াঙ্গন। লকডাউনে আছে বিশ্বের অসংখ্য শহর। নিজের বাসাতেই সময় পার করছেন বার্সা স্ট্রাইকার।
এরইমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় এক মিলিয়ন ইউরো দান করেছেন মেসি। এই অর্থ স্পেনের বার্সেলোনা ও আর্জেন্টিনার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে ভাগ করে দেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা /বিআ