ঢাকারবিবার , ১৭ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর পুনর্র্নির্বাচনের দাবিতে কাল ভিসি কার্যালয়ে অবস্থান করবে বর্জনকারী ৫ প্যানেল

অনলাইন ভার্সন
মার্চ ১৭, ২০১৯ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক:ডাকসুর পুনর্র্নিবাচনের তফসিল ও উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জন ও ভিসির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী ৫ প্যানেল। রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি লিটন নন্দী এ কর্মসূচী ঘোষণা করেন।

ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, ডাকসুর পুনঃনির্বাচনসহ যে দাবিগুলো ছিল, আমরা এখনো সেই একই অবস্থানে আছি। পুনঃতফসিল ঘোষণা করে আবার ডাকসু নির্বাচন দিতে হবে। এই ডাকসু আমাদের না।
এর আগে ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের পুনর্র্নিবাচনের দাবিতে উপাচার্যের (ভিসি) সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল।

দেখা করে ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্র্নিবাচন দাবিতে স্মারকলিপি দেন।
পুনর্র্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে নির্বাচন বর্জন করা পাঁচ প্যানেল। পাঁচ প্যানেল হলো- ছাত্রদল, বামজোট, সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট।

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।