1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো: ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিয়াম (১০) এবং মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। তারা দুজনেই হাফেজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ আনুমানিক সকাল ১১ টায় দুই বন্ধু বাড়ি থেকে একটু দুরে পুকুরের পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়।

পরে আশপাশের মানুষ টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দু‍‍দজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। তাৎক্ষণিক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST