বিনোদন ডেস্ক : টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব এর মিডিয়া স্টার ২০২৫ অ্যাওয়ার্ডে দীপ্ত টিভির বকুলপুর ধারাবাহিক নাটকের জনপ্রিয় টাইটেল গান- আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি” গানটির জন্য এবার বেস্ট লিরিসিস্ট এই সময়ের সেরা গীতিকার এর অ্যাওয়ার্ড পেলেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত চব্বিশের গনগণঅভ্যুত্থান সংস্কৃতি কর্মীদের ভূমিকা” শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, পরিচালক ওহিদুজ্জামান ডায়মন্ড এর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আশিক বন্ধু।
ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়ে আশিক বন্ধু বলেন- মিডিয়ার ২৫ বছরের একটানা পথচলায় আরেকটি উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ পুরস্কার বা অ্যাওয়ার্ড এবার পেলাম বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কৃতজ্ঞতা তাদের প্রতি। সাধনা এবং পরিশ্রমের ফল হিসাবে এই অ্যাওয়ার্ড পেয়ে বেশ উৎসাহিত ও আনন্দিত আমি। এতই বেশি অনুপ্রাণিত হচ্ছি ভালো কাজের এবং পরিশ্রমের চিন্তা আরো বেড়ে গেলো। আগামীতে আরো যেন অনেক ভালো ভালো গান সুর সৃষ্টি করে আপামর মানুষের এবং দর্শকের দোয়া ও ভালোবাসা অর্জন করতে পারি তাই সবার কাছে দোয়া ও সহযোগিত চাই”।জাঁকজমকপূর্ণ জম্পেশ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একমাত্র শিল্পী হিসেবে চমৎকার গান পরিবেশন করেছেন সঙ্গীত শিল্পী শওকত আরা আঁখি।
শওকত আরা আঁখি বলেন- বেশ ঐতিহ্যবাহী নামকরা সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর এওয়ার্ড অনুষ্ঠানে গান করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি।। স্টেজে গান গাওয়ার পর সবার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। এমন একটি চমৎকার সুন্দর অনুষ্ঠানে গান করে বেশ অনুপ্রাণিত হয়েছি।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।