নিজস্ব প্রতিবেদক :
আনমনা হয়ে রেল লাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত হারালো রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মামুন। মামুন রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রাহার এলাকার হাফিজুরের ছেলে ও পলিটেকনিকের মেকানিক্যাল ৩য় বর্ষের ছাত্র। শুক্রবার রাতে নগরীর বর্ণালী মোড় সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে আহত ছাত্র মামুন বর্ণালী মোড় সংলগ্ন রেল লাইন দিয়ে আনমনা হয়ে হেঁটে
যাচ্ছিলেন। এ সময় ওই রেল লাইন দিয়ে একটি ট্রেন চলে আসলে সেই ট্রেনে সে কাটা পড়ে। এতে তার মাথাসহ সারা শরীর থেতলে যায় ও হাত কেটে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল বলেন, ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ছাত্র মামুন গুরুতর আহত হয়েছে। তার হাত কেটে পড়ে গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে