খবর ২৪ঘণ্টা ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হাজী গেট সংলগ্ন রেল লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মনিরা আক্তার একই ইউনিয়নের উজির ধরনী গ্রামের মোজাফ্ফর মিয়ার মেয়ে। সে লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, কিভাবে এ ঘটনা ঘটছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।