খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটির ভাবমূর্তি নষ্ট করেছেন এবং তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে ‘লুজার’ হিসেবে নিজেদের প্রমাণিত করেছেন। ইরানের শিপিং, বিদ্যুত এবং অর্থনৈতিক খাতে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় এ মন্তব্য করেছেন তিনি। সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তেহরানে দেয়া বক্তব্য উদ্ধৃত করে খামেনি এক টুইট বার্তায় শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দেশটির অবশিষ্ট ভাবমূর্তিটুকুও ক্ষুণ করেছেন। একই সাথে ক্ষুন্ন করেছেন উদার গণতন্ত্রও। যুক্তরাষ্ট্রের প্রবল ক্ষমতার জায়গা অর্থাৎ তাদের অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতাও ফুরিয়ে আসছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ চলছে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে। এ সময়কালে যুক্তরাষ্ট্র আমাদের উপর সেনা, অর্থনৈতিক, গণমাধ্যম নিয়ে প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে ইরানের উপর প্রভাব ফেলতে চেয়েছে। তবে মূল বিষয় হল, এই চল্লিশ বছরে যুক্তরাষ্ট্র হেরেছে এবং ইরান বিজয়ী হয়েছে।
এ নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আটটি দেশ এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অর্থাৎ তারা কোনো সাজা ছাড়াই ইরানের তেল কিনতে পারবে। তুরস্ক শনিবার জানিয়েছে, দেশটি এই ছাড় পেতে পারে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমিকভাবে ইঙ্গিত দেয়া হয়েছে। কিন্তু তারা বিষয়টি নিশ্চিত হবার অপেক্ষায় আছে।
ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের পর থেকে একতরফাভাবে এ নিয়ে ইরানের উপর দুইবার নিষেধাজ্ঞা আরোপ করল। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, যুক্তয়াষ্ট্র ইরানের সঙ্গে বহুদেশীয় চুক্তি বদলে একটি নতুন চুক্তি করতে চায়। এর মধ্য দিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সুন্দর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।
খবর২৪ঘন্টা / সিহাব