1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রাফিক আইন অমান্য করে রাজশাহীতে দিনের বেলায় প্রবেশ করছে ট্রাক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

ট্রাফিক আইন অমান্য করে রাজশাহীতে দিনের বেলায় প্রবেশ করছে ট্রাক

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই দিনের বেলায় রাজশাহী মহানগরীতে প্রবেশ করছে ট্রাক। নগরীর অভ্যন্তরে দিনের বেলায় ট্রাক ঢোকার কারণে যানযট লেগে থাকার সাথে সাথে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন। সেই সাথে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর অভ্যন্তরে ট্রাক ঢোকা বের হওয়ার একটি নির্ধারিত সময় রয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক নগরের মধ্যে ঢুকতে পারবেনা। এ সময়ের মধ্যে কোন ট্রাক প্রবেশ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে পুলিশ। কিন্ত ট্রাফিক পুলিশের সামনে দিয়েই দিনের বেলায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্রাক ঢুকলেও কোন ব্যবস্থা নেওয়া হয় না।

 

 

বরং ট্রাক চালকরাই উল্টো অভিযোগ করছেন, দিনের বেলায় নগরীর মধ্যে ট্রাক ঢোকানোর জন্য পুলিশকে মাসোয়ারা দেন তারা। প্রতি মাসে ৫০০ টাকা দিয়েই তারা ট্রাক ঢোকায়। এ জন্য পুলিশ তাদের কিছু বলতে পারে না। নিরাপত্তার স্বার্থে ওই চালক নাম না প্রকাশ করার শর্তে আরো জানান, তার মালিকের ১০টি ট্রাক রয়েছে। প্রত্যেক ট্রাকের কারণে ট্রাফিক পুলিশকে ৫০০টাকা দিতে হয়। তবে টাকা কে নিয়ে যাায় তা তিনি জানাতে অস্বীকৃতি জানান।

 

এদিকে, দিনের বেলায় নগরীর গুরুত্বপূর্ণ মালোপাড়া, মহিলা কলেজের মোড়, টিকাপাড়া, সাগরপাড়া, শিরোইল, তালাইমারী, ভদ্রা, লক্ষীপুর সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় ট্রাক প্রবেশ করে।
যানযট ও ভোগান্তি রোধে নিয়ম করা হলেও সেই নিয়মকে ট্রাক চালকরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন তখন, যেখানে-সেখানে ট্রাক ঢোকাচ্ছেন চালকরা। ট্রাক ঢুকে চলাচলের মূল রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাল আনলোড করে। আবার কখনো কখনো নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যেই আনলোড করে। এরা দীর্ঘ সময় ধরে এ কাজ করলেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কোন ব্যবস্থা নেওয়া হয় না।

 

যার কারণে নগরীর অভ্যন্তরে চলা ছোট যানবাহন ও পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। অনেক সময় যাত্রীরা দুর্ঘটনার মধ্যেও পড়েন। এ নিয়ে যাত্রীদের যেন অভিযোগের শেষ নেই। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না।

 

রাজশাহী মহিলা কলেজের সামনের রাস্তায় প্রায় প্রতিদিনই ট্রাক ঢুকতে দেখা যায়। ট্রাক ঢুকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার উপর দাঁড়িয়ে মাল আনলোড করে। একদিকে রাস্তাটি ছোট হওয়ায় সবসময় যানজট লেগে থাকে। অন্যদিকে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে আরো বেশি যানজট লেগে যায়। সেখানেই মহিলা কলেজের পাশাপাশি একটি স্কুল রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজ থেকে বের হওয়ার সময় প্রায় সমস্যার মধ্যে পড়েন।
ওই কলেজের এক শিক্ষার্থী নাম না প্রকাশ করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখি। এতে আমাদের চলাফের করতে সমস্যা হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না।
শুধু উল্লেখ করা স্থানগুলোই নয় পুরো নগরজুড়েই দিনের বেলায় ট্রাক অবাধে বিচরণ করে বেড়ায়। নগরবাসীর দাবি, দিনের বেলায় যাতে নগরীর মধ্যে ট্রাক ঢুকতে না পারে সেজন্য পুলিশের ট্রাফিক বিভাগের প্রতি আহবান জানান।

 

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ বলেন, দিনের বেলায় নগরীর মধ্যে ট্রাক ঢোকার নিয়ম নেই। সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত ট্রাক ঢুকতে পারবে না। যারা ঢুকে তারা গোপনে ঢুকে। অসময়ে পেলেই আটক করে মামলা দেওয়া হয়। পুলিশকে টাকা দিয়েই দিনের বেলায় ট্রাক নিয়ে ঢোকার সুযোগ পায় চালকরা এমন প্রশ্নের জবাবে বলেন, কারা টাকা নিয়ে সুযোগ দেয় তার সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST