রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবার হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৮) ও চারঘাট উপজেলার রাসেদুল ইসলাম (৩০)।
আহতরা হলেন লেগুনার যাত্রী ভোদর মিয়া (৫৫), রাসেল (২১), জিল্লুর রহমান (২২), সাগর আলী (২২), রনি (২৭), মঞ্জুরা বেগম (৬৫), পিঞ্জিরা (৩০), তুফান (৮) ফেরদৌসী (৪৫) ও আব্দুল্লাহ (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯০৩৯) রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী একটি লেগুনা পুঠিয়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর এলাকায় পৌঁছলে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে লেগুনার যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। আর রাসেুদলসহ লেগুনার আহত অন্য যাত্রীদের পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে রামেক হাসপাতালে পাঠান। রামেক হাসপাতালে নেয়ার পথে রাসেদুল ইসলাম মারা যান।
পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে।
বিএ/