খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার সময় এই দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার পথে মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন