খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ ইটভাটা এলাকায় ট্রাক ও থ্রি হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ শুকানীপাড়ার সাদেকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী, অন্যজন নওগাঁ জেলার বাদালচান পুর গ্রামের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫)। তারা তিনজনই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।
আহত ২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াডাঙ্গী উপজেলাগামী থ্রি হুইলারের সাথে ঠাকুরগাঁওগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মফিজার রহমান জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে আরও একজন মারা যায় বলে জানান তিনি।
খবর২৪ঘন্টা/নই