নওগাঁ জেলার মহাদেবপুর থানার নওহাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক থেকে ৪০ কেজি উদ্ধার, ট্রাক ও নগদ টাকা জব্দ এবং ট্রাক চালক-হেলপারসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার খলিলপুর ইউনিয়নের ফাতেয়াবাদ গ্রামের কনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫), ট্রাক চালক মৃত সুরুজ আলীর ছেলে আক্তার হোসেন (৩৮) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি বালিঘাটা বাজারের মৃত ফরিদ শেখের ছেলে ট্রাক হেলপার নাজিম শেখ (২০)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের গাঁজাসহ আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোরে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন নাওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ১১ হাজার টাকা ও ১ টি বড় ট্রাকসহ ওই ট্রাকের চালক আক্তার হোসেন, হেলপার নাজিম শেষ ও রাসেল মিয়াকে আটক করে। আসামীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর করা হয়েছে।
এস/আর