খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-ট্রলি ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার গোয়াতলা শশার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবুল মিয়া নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ফুলপুর উপজেলা সদরে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দার শশার বাজারে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে হালুয়াঘাটগামী একটি ট্রাকের সংঘর্ষ হলে পেছন থেকে আরেকটি ট্রলি ধাক্কা দেয়। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
জেএন