খবর ২৪ ঘণ্টা ডেস্ক:ভারতে যাত্রীবাহী এক ডবল ডেকার বাস সড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে আট যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২২ জন। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডা এলাকায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, যাত্রীবাহী দোতলা বাসটি রাজ্যের আউরাইয়া এলাকার দিকে যাচ্ছিলো। কিন্তু নয়ডায় পৌঁছানোর পর সড়কে পার্ক করে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে আটজন নিহত এবং আরো ২২ জন আহত হয়। আহতদের এলাকার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ব্যক্তি মালিকানাধীন বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে হতাহতদের সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
খবর২৪ঘণ্টা, জেএন