বাঘা প্রতিনিধি : রাজশাহী বাঘার সরেরহাট গ্রামের একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছে। এরা হলো-মেজবাউল আলম মাসুম ও তার স্ত্রী রুনা খাতুন (২৬), শিশু ছেলে ইব্রাহীম হোসেন রোজদি (১),মা মাহমুদা বেগমসহ সিএনজির চালক জালাল উদ্দীন। মেজবাউল আলম মাসুমের ছোট বোন মাহবুবা আকতার জেসমিনের বিয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন মেজবাউল আলম মাসুমের স্ত্রী রুনা খাতুন (২৬), শিশু ছেলে ইব্রাহীম হোসেন রোজদি (১) ও সিএনজির চালক জালাল উদ্দীন। এসময় গুরুতর আহত মেজবাউল আলম মাসুম ও তার মা মাহমুদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা অবস্থায় তারা দু’জন-মা ও ছেলে মৃত্যুবরণ করে। মঙ্গলবার (২৪-১২-১৯) দুপুরের পর ভেড়ামারা-পাবনা মহাসড়কের ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুজ্জামান জানান, বেরসরকারি সংস্থায় কমর্রত মেজবাউল আলম মাসুম ছুটিতে এসে তিনি সিএনজিতে মাকে নিয়ে ঝিনাইদহ সদর জেলার ভগবানপুর গ্রামে শ্বশুর বাড়িতে ছোট বোনের বিয়ের দাওয়াত দিতে যান। তার স্ত্রী ও শিশু ছেলে শ্বশুর বাড়িতেই ছিল । সেখান থেকে তারা রাজশাহীর সরেরহাট নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে শোকের মাতম।
আর/এস