খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম মুবিন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম মুবিন যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের মো. আলাউদ্দিন আলার ছেলে। তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে নড়াইলের লোহাগড়ায় একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন মুবিন। এ সময় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান মুবিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। আমরা নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
খবর২৪ঘন্টা/নই