খবর২৪ঘণ্টা ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার নগরহাজরাদী গ্রামের সিরাজ পরোয়ানের ছেলে সিএনজি চালক শরীফ (৩৫), একই উপজেলার চামরাইদ গ্রামের হাদিউল ইসলামের ছেলে খোকন মিয়া (২৮) ও কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত ইসহাকের স্ত্রী রাবেয়া খাতুন (৮০)। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানায়, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন। তাদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
খবর২৪ঘণ্টা, জেএন