রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মুত্যু হয়েছে।
শনিবার (৩০জুন) বেলা ১০ টায় পৌর এলাকার দেবিপুরে ট্রাক্টর চাপায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী স্কুলছাত্রের নাম সালমান হোসেন (১২)। সে দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সালমান শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী শিক্ষার্থী।
স্কুলছাত্রের পিতা রহিদুল ইসলাম জানান, সালমান শনিবার সকালে না খেয়েই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু দুরে দেবীপুর মহাবিদ্যালয় এলাকায় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএ/