খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের চন্দ্রা নবীনগর এলাকায় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে নবীনগর মহাসড়কের বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় একটি কারখানার দুইজন শ্রমিক রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন