নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রলি থেকে ৭ হাজার বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মসিদুল হক (৩৪) কে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল মোড় এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন যাতাহারা এলাকা হতে ট্রলিতে করে বিপুল পরিমান ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিল অবৈধভাবে
বিক্রির উদ্দেশ্যে বহন করে গোমস্তাপুরের দিকে নিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে ফেনসিডিল বোঝাই ট্রলিসহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের একটি দল সরকারী গাড়ীযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নিমতলা মাদ্রাসা মোড় বাজারে নিমতলা হতে রহনপুরগামী পাকা রাস্তার উপর কৌশলে অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যারেট ভর্তি একটি ট্রলি আসতে দেখে তাকে থামার সংকেত দিলে মাদক ব্যবসায়ী মসিদুল চলন্ত ট্রলি থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং চলন্ত ট্রলি র্যাবের মাইক্রোবাসে গিয়ে আঘাত হানে
যার ফলে মাইক্রোর বাম পাশের দরজা দুমড়ে যায়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিমতে ট্রলির ভিতরে ক্যারেটের নীচে প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৭ হাজার বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায় এবং ফেনসিডিল ভর্তি ট্রলিটি জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য অবৈধভাবে চোরাইপথে সংগ্রহ করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
খবর ২৪ ঘণ্টা/আরএস