নাটোর প্রতিনিধি: নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে । এ পর্যন্ত জেলায় প্রায় অর্ধ শতাধিক ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আসা রোগী ছাড়াও স্থানীয়রাও ডেঙ্গু আক্রান্ত হয়েছে। নাটোর সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০ জন রোগী। শনিবার সকাল থেকে এ পর্যন্ত ৪জনকে ভর্তি করা হয়েছে। নাটোর সদর হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৬ জন রোগী।
এদিকে শহরের বেসরকারী সততা ক্লিনিকে আজ সনাক্ত হয়েছে ২ জন। এ পর্যন্ত ওই ক্লিনিকে সনাক্তের সংখ্যা ২৩ জন। তবে আতংকের কারণ হলো স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর আক্রান্ত হওয়া। এদিকে ঈদের ছুটিতে ঢাকা থেকে মানুষ এলাকায় আসলে এর পরিমাণ বাড়ার শংকা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কীট সংকট দেখা দেয়ার আশংকা রয়েছে। ঢাকা থেকে সদর হাসপাতালে মোট ১২০ টি কীট বরাদ্দ দেয়া হলেও তা প্রায় শেষের দিকে। নতুন করে কীট বরাদ্দ না হলে ডেঙ্গু নির্ণয়ে সমস্যার সৃষ্টি হবে।
খবর২৪ঘণ্টা, জেএন