খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ফুটবল ক্লাবগুলোর আয় অনেকটাই বন্ধ। জার্সি বিক্রি, টিকিট বিক্রি, মিউজিয়ামের টিকিট বিক্রিসহ নানাভাবে অর্থ আয় করতো। কিন্তু করোনার কারণে, এসব আয়ের সমস্ত পথই বন্ধ। এ কারণে, লিওনেল মেসিদে ক্লাব বার্সেলোনা অভিনব একট পদ্ধতি আবিস্কার করেছে অর্থ উপার্জনের।
তারা অনলাইটে ‘ফান টোকেন’ ছাড়ে বার্সা সমর্থকদের জন্য। যারা এই টোকেন ক্রয় করবে, তারা বার্সার নির্ধারিত কিছু পোলে (জরিপ) ভোট দেয়ার অধিকার অর্জন করবে। কিংবা ক্লাব নির্ধারিত পুরস্কার জয় করা কিংবা ক্লাবের ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎসহ নানা সুবিধা পেয়ে থাকবে।
ভার্চুয়াল এই ‘ফান টোকেন’ ছাড়া হয় সোসিওস.কম নামে একটি অনলাইনে। প্রতিটি টোকেনের মূল্য রাখা হয় ২ ইউরো করে। মোট ৬ লাখ টোকেন ছাড়া হয়। তুমুল সাড়া পড়ে যায় বার্সা সমর্থকদের মধ্যে। মাত্র ২ ঘণ্টা সবগুলো ফান টোকেন বিক্রি হয়ে যায়। সোসিওস.কম জানিয়েছে, এতে বার্সার আয়া ১২ লাখ ইউরো (প্রায় সাড়ে ১১ কোটি টাকা)।
বার্সা মনে করছে, এর ফলে ক্লাব সমর্থকদের সঙ্গে তাদের যোগাযোগটা আরও বৃদ্ধি পাবে। ফান টোকেন সংগ্রহকারীদের জন্য প্রথম যে আয়োজনটি রাখছে বার্সা, সেটি হলো ন্যু ক্যাম্পে লিওনেল মেসিদের ড্রেসিং রুমের ডিজাইনের আর্টওয়ার্ক কেমন হবে, সেই জরিপ। এখানে ফান টোকেন সংগ্রহকারী সমর্থকরা নিজেদের ভোট দেয়ার সুযোগ পাবেন, অন্য কেউ নয়।
বার্সা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও একটি সুবিধা সম্বলিত ফান টোকেন ছাড়া হবে বুধবার। এই টোকেনের মূল্য চাহিদা এবং যোগানের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে।
শেয়ার বাজারের মত করে ফান টোকেনও ক্রিপটোকারেন্সির মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবেন এর মালিকরা। শুধু বার্সাই নয়, ক্রিপটোকারেন্সির মাধ্যমে আরও বেশ কয়েকটি ক্লাব ফান টোকেন বিক্রি শুরু করে দিয়েছে। যেমন পিএসজি, জুভেন্টাস, এএস রোমা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।
খবর২৪ঘন্টা/নই