আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গোলাগুলির ঘটনায় দুই নারী নিহত হয়েছে। ওই হামলায় দুই বছরের এক শিশু আহত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যায়ের একটি আবাসিক হলে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান ব্রায়ান ভন জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল। সোমবার সকালে এক শিক্ষার্থীর ফোনকলের প্রেক্ষিতে ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। তবে নিহত দুই নারী ও আহতের বিষয়ে আর কিছু জানাননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজে বন্দুকধারীর হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। এর জের ধরে দেশটিতে অস্ত্রপ্রাপ্তি ও পরিবহনের বিষয়ে কড়াকড়ি আইন আরোপের জোরালো দাবি উঠেছে।
গত অক্টোবরে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের বাইরে হ্যালোয়িন পার্টিতে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই পার্টিতে অংশ নেয়াদের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার্থী।
সূত্র: রয়টার্স