খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। শুক্রবার বিকেলে হোয়াইক্যং শামলাপুর সড়কের বিট কার্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউপির লম্বাঘোনা এলাকার সাইনচা অং এর ছেলে বাথং তংচইঙ্গা একই এলাকার মই জ্যু’র ছেলে ওলাচা তংচইঙ্গা।
শুক্রবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, হোয়াইক্যং শামলাপুর সড়কে বিট অফিস সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আটকদের কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে আটকদের হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।খবর২৪ঘন্টা /এবি