খবর ২৪ঘণ্টা ডেস্ক: টেকনাফ উপজেলার হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ১৩টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে ১৩টি ঘর আগুনে পুড়ে গেছে।
প্রতিটি ঘরে দু’টি করে কক্ষ ছিল। এক একটি কক্ষে একটি করে পরিবার বাস করতো। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি। এ কারণে মুহূর্তে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।তিনি জানান, পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী এলাকা থেকেই গত সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে গলা কাটা অবস্থায় রোহিঙ্গার তিন যুবককে উদ্ধার করে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই